এই বইটির পরিকল্পনা অধ্যায়ের উদ্দেশ্য কাউকে পরিকল্পনাবিদ বানানো নয় কিংবা কাউকে লাইফের পূর্ণাঙ্গ পরিকল্পনা করা শেখানোও নয়; সেসব বিষয়ে অনেক ভালো ভালো পরিকল্পনার বই আছে। এই অধ্যায়ের আলোচনার উদ্দেশ্য ব্যক্তিজীবনের বিভিন্ন পরিকল্পনার সম্ভাব্য ত্রুটিগুলো (Bug) তুলে ধরে পরিকল্পনার বিভিন্ন সুক্ষ্ণ সুক্ষ্ণ ত্রুটির বিষয়ে সচেতন করা। একটি উঁচু জমিতে যদি ইঁদুরের গর্ত থাকে তাহলে সেই জমিতে পরিপূর্ণ করে পানি দিলেও সেই পানি বেশিক্ষণ জমিতে থাকবে না, তা গর্ত দিয়ে নিচু জমিতে পড়ে যাবে। তেমনি পরিকল্পনায় ত্রুটি থাকলে যত সম্ভাবনাময় পরিকল্পনাই করা হোকনা কেনো এবং তা যত ভালোভাবেই বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হোকনা কেনো সেই পরিকল্পনা ভালো ফল বয়ে আনতে সক্ষম হবেনা। উঁচু জমির পানি নিচে পড়ে যাওয়ার মতোই ফল হবে। তাই এখন নিম্নে ব্যক্তিজীবনের বিভিন্ন পরিকল্পনার বাগসমূহ এবং সতর্কতা বিষয়ে আলোচনা করা হলো—
ক. প্রথমবারেই বৃহৎ পরিকল্পনা করবে না : তোমার স্বপ্ন বৃহৎ হতে পারে কিন্তু তা বাস্তবায়ন করতে হবে ধাপে ধাপে। প্রথমবারেই বৃহৎ পরিকল্পনা করবে না। একসাথে যে অনেককিছু শুরু করে সে কোনোটাই ঠিকমতো সম্পন্ন করতে পারে না। তাই তোমার স্বপ্নের একটি ডায়েরি করো "আমার স্বপ্ন" নামে; সেখানে তোমার স্বপ্নগুলো লিখে রাখো। ধাপে ধাপে সেসব বাস্তবায়নে হাত দিবে।
খ. স্বাবলম্বী পরিকল্পনা করবে : তুমি অবশ্যই তোমার সামর্থ্যের মাঝে একটি স্বাবলম্বী পরিকল্পনা করবে। অন্যের উপর নির্ভরশীল কোনো পরিকল্পনা করবে না। অন্যের উপর নির্ভরশীল পরিকল্পনা করে মামার কম্পিউটার নিয়ে কাজে হাত দিয়ে আমার পরিকল্পনা ও কর্মদ্যোগের কী ফলাফল হয়েছিল তা তো ইতোপূর্বে জেনেছোই। তাই তুমি কনজারভেটিভ ফ্যামিলির সন্তান হয়ে থাকলে অবশ্যই লাইফের জন্য স্বাবলম্বী পরিকল্পনা করবে। মরীচিকাময় কাল্পনিক স্বপ্নের পিছনে ছুটবে না। বাস্তববাদী স্বপ্ন দেখবে এবং সেইমাফিক অগ্রসর হবে।
গ. বাজারে ভালো চাহিদা নেই এমন কোনো কাজের পরিকল্পনা করবে না : আজকাল ব্যবসার যুগ। তাই তোমাকে সফল হতে হলে মার্কেট সম্পর্কে রিসার্চ করে এমন একটি পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনার ফসল তুমি বাজারে বিক্রি করে লাভবান হবে। যেমন মানবিক এর ছাত্রদের নিয়ে কোনো শিক্ষা পরিকল্পনা করবে না, মানবিক সেক্টরটা একটা লস প্রজেক্ট; এটা শুনতে যতই মন্দ লাগুক না কেনো এটাই বাস্তব। মানবিক এর ছাত্ররা অধিকাংশই তাদের লাইফ সম্পর্কে সিরিয়াস নয়। আর যারা সিরিয়াস তারা আবার সচেতন নয়, হুজুগের মাতাল; কোনো কিছুর বাস্তবতা বিচার করার ক্ষমতা তাদের নেই। তারা হুজুগে মেতে UCC এর মতো বিজ্ঞাপনসর্বস্ব পরিচয় কেনা প্রতিষ্ঠানগুলোর কাছে গিয়ে বড় একটা বাঁশ খেয়ে আসবে অথচ তুমি ভালো ও বাস্তব কথা বললেও তোমার কথা বিশ্বাস করবে না; বাঁশ খাওয়ার পর তোমাকে স্মরণ করবে, তার আগে তুমি যতই বুঝাও তবুও এরা তোমাকেই ধান্দাবাজ মনে করবে।
ঘ. সত্যিকারের প্রয়োজন পূরণের জন্য কাজ করবে : কোনোকিছু করতে চাইলে তা রিয়েল নিড থেকে করবে, শুধু প্রশংসা পাওয়ার আশায় কিংবা Narcissism এর রোগী হয়ে কোনোকিছু করবে না; কারণ সমাজের প্রশংসা ও ফেসবুকের লাইক কমেন্ট দিয়ে পরিচিতি লাভ করা যায় কিন্তু এসব দিয়ে আর কোনো কিছুই হয় না, পাঁচ টাকা আয় করলে তা দিয়ে এককাপ চা কেনা যায়, কিন্তু ফেসবুকের এক হাজার লাইক দিয়ে তো আর সকালের নাস্তা করা যায় না।
তাই তোমার যে জিনিসটা রিয়েল নিড সেটাকে কেন্দ্র করে পরিকল্পনা করবে। তাতে যদি পরিচিতি ও প্রশংসা নাও থাকে তবুও সেটাই করো, আর যদি পাশাপাশি পরিচিতি ও প্রসংশা পেয়ে যাও তা তোমার এক্সট্রা পাওয়া।
ঙ. ব্যাকআপ পরিকল্পনা রাখা ভালো : ব্যবসায় অধ্যয়নের ম্যানেজমেন্ট স্টাডিজ এ 'বিকল্প পরিকল্পনা' বলে একটি কনসেপ্ট আছে তা হলো তুমি একটি ব্যবসার পরিকল্পনা করেছো। এখন তুমি সেই ব্যবসার জন্য যেসব জিনিসপত্র ও ফান্ডামেন্ট কিনবে তোমার সেই ব্যবসায় পরিকল্পনাটি সর্বোচ্চ চেষ্টাতেও যদি ব্যর্থ হয় তাহলে তুমি সেইসব জিনিসপত্র ও ফান্ডামেন্ট ব্যবহার করে অন্য কোন ব্যবসা করবে সেই পরিকল্পনারও ঠিকঠাক হিসেবে নিকেশ করে পরিকল্পনা করা। এটা হলো কোনো অপারেশন এর প্ল্যান 'বি' ঠিক করে রাখার মতো।
চ. তোমার পরিকল্পনাটি নিয়ে উপযুক্ত ব্যক্তিদের পরামর্শ নাও : তুমি যে কাজের পরিকল্পনা করেছো সেই কাজে সফল হয়েছে এরূপ চারজনের এবং সেইকাজ করতে গিয়ে সফলতার খুব কাছে গিয়ে অল্পের জন্য ব্যর্থ হয়েছেন এরূপ ছয়জনের পরামর্শ নাও। এখন হয়তো বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চেয়েছি। দ্বিতীয় অধ্যায়ের "পরামর্শ নিবো কার কাছ থেকে?" পাঠটির কথা বলছি। যারা সেই পাঠটি এখনও পড়েননি তারা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে সেটি পড়ে নিন।
পরিকল্পনা একটি স্থির জিনিস। তা বাস্তবায়নে প্রয়োজন দক্ষ প্রচেষ্টা তথা উপযুক্ত কৌশল। আনাড়ি পরিকল্পনা করলে তা দক্ষ প্রচেষ্টা দিয়েও সফল করা কষ্টসাধ্য হয়ে যায়। তাই পরিকল্পনাকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করতে হবে। তবে পরিকল্পনায় ছোটোখাটো সামান্য ত্রুটি থাকলে দক্ষ প্রচেষ্টা দিয়ে সেই ঘাটতিটা পূরণ করা যায়। পরিকল্পনায় সামান্য ভুলত্রুটি থাকবেই, কারণ কেহই শতভাগ পারফেক্ট কোনোকিছু করতে পারে না। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেনো পরিকল্পনায় কোনো বড় মাপের ত্রুটি না হয়।
লাইফের বিভিন্ন বিষয়ে উপদেশ-পরামর্শ পেতে লাইফ একাডেমির অ্যাডভইস ডেক্সে আসুন। আর Advice Desk এর ওয়েবসাইটের হোমপেজে যেতে এখানে—ক্লিক—করুন।
সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk
No comments:
Post a Comment