কারও কোনোকিছু করতে পারা বা না পারার বিষয়টি তার রিসোর্স ও অ্যাবিলিটির উপর নির্ভর করে। আর রিসোর্স ও অ্যাবিলিটি মিজারমেন্টের বিষয়টি তো তোমরা এই অল্প বয়সে করতে পারবে না। সেটা করার মতো জ্ঞান ও অভিজ্ঞতা তোমাদের নেই। তাই এই বিষয়ে তোমাদেরকে অভিজ্ঞ ও সিনিয়র কারো পরামর্শ নিতে হবে। তারা তোমার কনফিগারেশন পরিমাণ করে তোমাকে লাইফের পরিকল্পনা করতে সহায়তা করবে।
এক্ষেত্রে সেই কাজে তোমাকে যেই হেল্প করুক না কেনো সে যেনো তোমার PRC (Personal Real Condition) টেস্ট করে পরামর্শ দেয়। আর পারসোনাল রিয়েল কন্ডিশন যে পদ্ধতির মাধ্যমে টেস্ট করা হয় লাইফ একাডেমিতে সেটাকে বলা হয় PAPLD Game তথা, Personal Advising Program for Life Development। এই বইয়ের শেষে ব্যবহারিক অংশে PRC Test এর পদ্ধতি ও এর নিয়ামকসমূহের বিষয়ে বলা হয়েছে।
No comments:
Post a Comment