এটা সত্য যে কনজারভেটিভ ফ্যামিলির সন্তানদের রিসোর্স বলে কিছু থাকে না। তারা অর্থসম্পদ এর দিক দিয়ে প্রায় শূন্য মানুষ হয়ে থাকেন। তারপরও নিজের যে অ্যাবিলিটি থাকে সেটিই তার রিসোর্স; আর এই রিসোর্স প্রয়োগ করেই প্রাথমিক কিছু অর্থসম্পদ অর্জন করে সেকেন্ডারি লেভেলে গিয়ে একটি ফলপ্রসূ রিসোর্স ম্যানেজমেন্ট করতে হবে।
তুমি দুই টাকা আয় করার মতো যে কাজটা করতে পারো তরুণ বয়সে পড়াশুনার পাশাপাশি সেটা করেই আয় করে অর্থ সঞ্চয় করা শুরু করো। কারণ দুর্দিনে এটাই সাপোর্ট দিবে এবং এটাই লাইফের পরবর্তী বড় পরিকল্পনা করতে সহায়ক হবে। এক্ষেত্রে সমাজের মানুষের কোনো মন্তব্যকে গায়ে মাখিও না; তারা কেউ তোমাকে দুই টাকা দিয়ে হেল্প করে না।
তুমি পুরোপুরি শূন্য মানুষ হয়ে থাকলে এবং কোনোকিছু শুরু করার মতো কোনোই সাপোর্ট না পেয়ে থাকলে প্রথমে কোনো ক্যাম্পেইন জব কিংবা রাজমিস্ত্রিদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারো। এরপর সেখান থেকে কিছু টাকা আয় করে তা দিয়ে ইলেক্ট্রিক মেকানিক্যাল এর ট্রেনিং নিতে পারো, এতে তোমার আয় বাড়বে এবং অল্প সময়ে বেশি আয় করার সুযোগ আসবে; এক্ষেত্রে যদি ট্রেনিং নেওয়ার পরে তুমি কাজের অর্ডার না পাও তাহলে তোমাকে কাজের অর্ডার পেতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সাহায্য করবে লাইফ একাডেমির মাল্টিপারপাস ক্লাইন্ট সেভিং প্রজেক্ট। এছাড়াও তুমি রংমিস্ত্রি কিংবা পানির পাইপলাইনের মিস্ত্রির সঙ্গে থেকে সেই কাজ শিখে টাকা জমাতে পারো। এরপর টাকা জমিয়ে ফ্রিল্যান্সিং ট্রেনিং নাও এবং ফ্রিল্যান্সিং করার যন্ত্রপাতি কিনে নাও। ফ্রিল্যান্সিংয়ে বহু প্রকারের কাজ পাবে। সেসব কাজের যেটা করে তুমি সুবিধামতোভাবে আয় করতে ও পড়াশুনা চালিয়ে যেতে পারবে সেরূপ একটা কাজ করো এবং পড়াশুনা ও অর্থসঞ্চয় চালিয়ে যাও।
আমাকে আর কিছুই বলতে হবে না, তোমার বাদবাকি পথ তুমি নিজেই তৈরি করে নিতে পারবে।
আঞ্চলিক কমিউনিকেশন মিডিয়া তৈরি করে আয় করতে চাও?
তাহলে একটি নমুনা দেখতে পৃথিবীর প্রথম আঞ্চলিক কমিউনিকেশন মিডিয়া 'চতরাপিডিয়া' এর ওয়েবপেজ দেখে নাও।
চতরাপিডিয়ার ওয়েবপেজ ভিজিট করতে এখানে এখানে—ক্লিক—করো।
Chatrapedia — Simplifying Life
No comments:
Post a Comment