Sunday, November 17, 2019

TV মিডিয়ায় পার্ট-টাইম জব!


School of Awareness এ একজন সুন্দর, স্মার্ট, সুস্পষ্টভাষী ও উপস্থাপনায় দক্ষ মেয়েকে উপস্থাপিকা হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এছাড়াও ভিডিওচিত্র গ্রহণ ও সম্পাদনার জন্য একজন চিত্রগ্রাহক ও ভিডিও এডিটর নিয়োগ দেওয়া হবে।

• বেতন ও কাজের বিস্তারিত আলোচনা করে জেনে নিতে হবে।
• স্থান: ঢাকা/ সাভার/ গাজীপুর।

Note: এই প্রজেক্টে অহংকারী ও বদমেজাজিদের স্থান নাই। তাই তারা দূরে থাকুন।

শুধু উপর্যুক্ত কোয়ালিটিসম্পন্ন প্রার্থীরাই যোগাযোগ করুন। ফোনে কথা বলে বিস্তারিত জানার পর সম্মত হলে CV সেন্ড করতে হবে নিম্নের ই-মেইল অ্যাড্রেসে→
lifeacademy.ac.bd@gmail.com

যোগাযোগ: 01746315639 এটি বন্ধ থাকলে 01743778788 ও 01772987545 এই দুটি ট্রাই করুন।

Saturday, November 16, 2019

Preface to 'Give and Take'!


মাতৃস্নেহ অতুলনীয়, বাবার মতো বন্ধু কেউ নেই, পরিবার সবচেয়ে বড় আস্থার জায়গা হেন তেন— এইসব কথাবার্তা হলো ভুয়া এবং অতিরঞ্জিত কথাবার্তা। এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থবাদী এবং সুবিধাবাদী— এই সত্যটা যে যত দ্রুত বুঝতে পারবে তার জন্য ততই মঙ্গল। এই পৃথিবীর সবাই চলে 'গিফ অ্যান্ড টেক' পলিসিতে; সবাই তোমার কাছে কিছু জিনিস প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা নিয়েই তোমার উপর ইনভেস্ট করে। তুমি যদি সময়মতো সেই প্রত্যাশা পূরণ করতে না পারো তাহলেই বুঝবে তোমার প্রতি ইনভেস্ট করাটা ভালোবাসার দান ছিল নাকি প্রত্যাশার ইনভেস্ট ছিল। তুমি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তোমাকে দোষারোপ করা হবে; তুমি কী কারণে পারো নাই তা কেউ বুঝতে চাইবে না; ভুল বোঝার জন্য অনেকে থাকে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ থাকে না। নিজের একান্ত দুর্দিনে কাউকেই পাশে পাওয়া যায় না। বাবা-মা, অমুক মামা, অমুক খালু, অমুক আঙ্কেল, অমুক ভাই-তমুক ভাই, অমুক বন্ধু-তমুক বন্ধু কাউকেই তখন পাশে পাওয়া যায় না।
প্রায় প্রত্যেকের জীবনেই একটা সংকটময় সময় থাকে। তোমার জীবনে  সেই দুঃসময়টা যেদিন আসবে সেদিন থেকে তুমি পরিপূর্ণ ও সক্ষম মানুষ হতে শিখবে, সেদিন তুমি বুঝবে যে তুমি আসলে কে? অমুকের ছেলে বা মেয়ে, অমুকের ভাতিজা, অমুকের ভাই, অমুকের বন্ধু, ব্লা ব্লা— এসব কোনোটাই কাজে আসে না। তুমি আসলেই একা এবং তোমার নিজের পথ তোমাকে একাই গড়ে নিতে হবে। এক্ষেত্রে নিজের জ্ঞানবুদ্ধি, সাহস ও কর্মসক্ষমতাই একমাত্র সহায়ক হিসেবে কাজে আসে।
দেখা যায় ভদ্র ছেলেদের লাইফ অনেক কষ্টের হয়, কারণ তারা এই সত্যটা অনেক দেরিতে বুঝতে পারে। শৈশবে দুষ্টু থাকা ছেলেগুলো অল্প বয়সে ভুল করে ও এর দ্বারা বুঝে যায় তার কাছের মানুষগুলো আসলেই তার কতটা কাছের এবং সেই মাফিক লাইফ সাজিয়ে নিতে পারে। কিন্তু ভদ্র ছেলেগুলো এই বাস্তবতা অনুধাবন করতে শেখে অনেক দেরিতে।
এন্টিবায়োটিকের ডোজ কম্পিলিট না করলে দুর্বল হয়ে থেকে বেঁচে যাওয়া ভাইরাস ব্যাক্টেরিয়া যেমন পরিস্থিতি বুঝে নিজেদের গঠন চেঞ্জ করে ফেলে নিজেকে সেই পরিস্থিতিতে টিকে থাকার উপযোগী করে গড়ে তোলে, এই বইটি পড়লে সেইসব পরিস্থিতিতে থাকা তরুণরা যারা এখনও জানে না ভবিষ্যতে তাদের সাথে কী ঘটতে চলেছে সেইসব ছেলেমেয়েরাও নিজেদের প্রকৃত অবস্থা অনুধাবন করতে শিখবে ও নিজেকে সেই পরিস্থিতিতে টিকে থাকার জন্য সেইভাবে গড়ে তুলতে সক্ষম হবে।
তাই এরূপ বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলির সন্তানদের লাইফের বিভিন্ন পরিস্থিতি গবেষণা করে তা থেকে উত্তরণের সম্ভাব্য পন্থা ও পদ্ধতি নিয়ে এই বইটি লেখা হয়েছে। বইটি সে সকল ছেলেমেয়েদের উপকারে এলে আমাদের এই পরিশ্রম ও প্রয়াস সার্থক হবে।

© মেহেদী হাসান,
লেখক : গিভ অ্যান্ড টেক।

"বাস্তবতা এতোটাই কঠিন যে বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাও অসহায় হয়ে পড়ে"
— হুমায়ূন আহমেদ


Monday, August 26, 2019

গিভ অ্যান্ড টেক | ই-বুক


••••••••••

টপিকসমূহ→
❑ অধ্যায়—এক : অনুধাবন (জেনে নাও নিজের অবস্থান)

❑ অধ্যায়—দুই : পরামর্শ (কী কী বিষয়ে সতর্ক হবে)

❑ অধ্যায়—তিন : পরিকল্পনা (কীভাবে বাস্তবানুগ পথরেখা সাজাবে)

❑ অধ্যায়—চার : অর্থসংস্থান (কীভাবে প্রাথমিক বিনিয়োগের টাকা যোগাড় করবে)

❑ অধ্যায়—পাঁচ : অ্যাডভান্সমেন্ট (কীভাবে কাজ শুরু করবে)
পাঠ—১ কোনো প্রতিষ্ঠানে কাজ শুরু করো।
পাঠ—২ নিজস্ব স্বপ্নের ভিত্তি স্থাপন করো।
পাঠ—৩ সাহায্য গ্রহণে সতর্ক ও দূরদর্শী হও
পাঠ—৪ কিছু কাজ ভুলেও শিখবে না।

❑ অধ্যায়— ছয় : সফলতা (কীভাবে সফল হবে ও সফলতা ধরে রাখবে)
পাঠ—১ সফলতার সহস্য ও কৌশল

❑ ব্যবহারিক : প্যাপেলড গেম (পরামর্শ সেবা)
• ---- টেস্ট এর পদ্ধতি
• ---- টেস্ট এর পদ্ধতি
• ---- টেস্ট এর পদ্ধতি

[] আমার গল্প | একটি আখ্যান

ধন্যবাদ | মেহেদী হাসান